Kala Re Koiro Go Mana is a Bengali Folk Song. The song was Sung by Sahana Bajpaie and Produced by Inreco. The music is given by Rajkumar and Tirthanka.
Kala Re Koiro Go Mana Song Lyrics In Bengali
সে যে কার কুঞ্জেতে পোহায় নিশি
কার কুঞ্জেতে পোহায় নিশি
আমায় করে সে প্রবঞ্চনা,
সে যেন আমার কুঞ্জে আসেনা।
কালারে কইরো গো মানা
সে যেন আমার কুঞ্জে আসেনা।।
সখি গো ….
জ্বালাইয়া মোমের বাতি
জাইগা রইলাম সারারাতি,
বাসী হইল ফুলের বিছানা।
আমি মরমে জ্বলিয়া মরি
মরমে জ্বলিয়া মরি,
নিঠুর শ্যাম কি জানে না?
সে যেন আমার কুঞ্জে আসেনা।
কালারে কইরো গো মানা
সে যেন আমার কুঞ্জে আসেনা।।
সখি গো ….
প্রেম করা রাখালের সনে
সে কি প্রেমের মরম জানে?
তোমরা কি তা জেনেও জানো না।
সে যে বনে থাকে, ধেনু রাখে
বনে থাকে, ধেনু রাখে,
নারীর বেদন জানে না
সে যেন আমার কুঞ্জে আসেনা।
কালারে কইরো গো মানা
সে যেন আমার কুঞ্জে আসেনা