Kolija Vuna lyrics is Latest Bangla Song’s Presented by Baul Media BD. The song lyrics are penned by Shiuli Sarkar and song was sung by Babu Hasan while music is given by Reduan Hridoy.
Kolija Vuna Lyrics
মানুষ এমনও আছে
কলিজা ভুনা কইরা দিলে কইব
লবণ কম হইছে
যার জন্য করবায় চুরি সে তোমায় চোর বানাইবে
ও রে যার জন্য করবায় চুরি তোমায় চোর বানাইবে
মানুষ এমনও আছে
কলিজা ভুনা কইরা দিলে কইব
লবণ কম হইছে
ও মানুষ এমনও আছে
কলিজা ভুনা কইরা দিলে কইব
লবণ কম হইছে
যারে তুমি বিশ্বাস কইরা বুকে দিলা ঠাই
নিজে না খাইয়া তুমি যারে খাওয়াইলা
ও যারে তুমি বিশ্বাস কইরা বুকে দিলা ঠাই
নিজে না খাইয়া তুমি যারে খাওয়াইলা
দেখবা তুমি বুকে জড়াইয়া পিঠে ছুরি মারিবে
ও রে দেখবা তুমি বুকে জড়াইয়া তোমায় ছুরি মারিছে
মানুষ এমনও আছে
কলিজা ভুনা কইরা দিলে কইব
লবণ কম হইছে
ও মানুষ এমনও আছে
কলিজা ভুনা কইরা দিলে কইব
লবণ কম হইছে
আশা দিবো সব দিবো তোমায় আরও মিষ্টি কথা
তোমারে বুঝাইবো পরে তোমায় কত যে মমতা
ও আশা দিবো সব দিলাইবো কত মিষ্টি কথা
তোমারে বুঝাইবোতা কত যে মমতা
সুযোগ মত মাছ ধরিয়া নাও ডুবাইবে
সুযোগ মত মাছ ধরিয়া তোমার নাও ডুবাইছে
মানুষ এমনও আছে
কলিজা ভুনা কইরা দিলে কইব
লবণ কম হইছে
ও মানুষ এমনও আছে
কলিজা ভুনা কইরা দিলে কইব
লবণ কম হইছে
মানুষ এমনও আছে
কলিজা ভুনা কইরা দিলে কইব
লবণ কম হইছে.
Also, Read: Rona Ser Ma Lyrics – Gujarati Folk song