Manush Gari Lyrics is a brilliant folk song sung by the Bangladeshi Singer Momtaz. The song music is given by Arshi Poribar. The lyrics and tune are written by Shah Alam Sarkar.
Manush Gari Lyrics in Bengali
কুদরতি সব করন কারণ
একদিন জন্ম একদিন মরন
কুদরতি সব করন কারণ
একদিন জন্ম একদিন মরন
দেহ গাড়ির হয় দুই ধরণ
পুরুষ আর নারী
কি চমৎকার কারু কার্য
দেখিতে অতি আশ্চর্য
অটোমেটিক এই মানুষ গাড়ি
কি চমৎকার কারু কার্য
দেখিতে অতি আশ্চর্য
অটোমেটিক এই মানুষ গাড়ি
দুই চক্ষু দুইটা হেডলাইট
ডিউটি করছে ডে নাইট
দুই হাত লেফট আর রাইট বলিহারি
দুই পা দুইটা চাকা মাঝে চমৎকার ফাঁকা
সোজা কি আঁকাবাঁকা চলিফিরি
মনটা গিয়ারে দিছে
বিবেকের ব্রেক আছে
মনটা গিয়ারে দিছে
বিবেকের ব্রেক আছে
জ্ঞানবাবু করিতেছে ট্রাইভারি
কি চমৎকার কারু কার্য
দেখিতে অতি আশ্চর্য
অটোমেটিক এই মানুষ গাড়ি
কি চমৎকার কারু কার্য
দেখিতে অতি আশ্চর্য
অটোমেটিক এই মানুষ গাড়ি
নাকে অক্সিজেন টানে
ফুসফুসে নেয় আর আনে
দুই পাশের দুইটি কানে খবরদারি
মুখেতে ফিটিং যন্ত্র
যন্ত্র নামে বত্রিশ যন্ত্র
খেন্ত নাই যে পর্যন্ত চলবে গাড়ি
কেরামিন আর কাতেবিন
দিছে রাব্বুল আলামিন
কেরামিন আর কাতেবিন
দিছে রাব্বুল আলামিন
করিতেছে প্রতিদিন কন্ট্রেক্টকারি
কি চমৎকার কারু কার্য
দেখিতে অতি আশ্চর্য
অটোমেটিক এই মানুষ গাড়ি
কি চমৎকার কারু কার্য
দেখিতে অতি আশ্চর্য
অটোমেটিক এই মানুষ গাড়ি
গাড়িতে দশ দরজা
একটা বন্ধ সর্বদা
কলবে আছে খোদা
মূল মিস্ত্রি
সুষমা পিরাইনগ
নিনমাংসে বুর্জলিংগ
তার উপর মর্ধাঙ্গো
নারী ভুরি
শাহ আলম ভেবে বলে
চলছে হায়াতের তেলে
শাহ আলম ভেবে বলে
চলছে হায়াতের তেলে
একবার তেল ফুরাইলে
চলতে নারি
কি চমৎকার কারু কার্য
দেখিতে অতি আশ্চর্য
অটোমেটিক এই মানুষ গাড়ি
কি চমৎকার কারু কার্য
দেখিতে অতি আশ্চর্য
অটোমেটিক এই মানুষ গাড়ি
কুদরতি সব করন কারণ
একদিন জন্ম একদিন মরন
কুদরতি সব করন কারণ
একদিন জন্ম একদিন মরন
দেহ গাড়ির হয় দুই ধরণ
পুরুষ আর নারী
কি চমৎকার কারু কার্য
দেখিতে অতি আশ্চর্য
অটোমেটিক এই মানুষ গাড়ি
কি চমৎকার কারু কার্য
দেখিতে অতি আশ্চর্য
অটোমেটিক এই মানুষ গাড়ি
কি চমৎকার কারু কার্য
দেখিতে অতি আশ্চর্য
অটোমেটিক এই মানুষ গাড়ি
Also, Read: Sagar Pani Lyrics – Rajasthani Folk Song