Prano Sokhi Re song is a Bengali folk song. The song lyrics and Tune are written by Jashimuddin. This song Keyboard played by Jk Majlish. Below in this article, you can get Prano Sokhi Re Lyrics – Bengali Folk Song.
Prano Sokhi Re Song Lyrics
প্রাণ সখিরে
ঐ শোন কদম্ব তলে বংশী বাজায় কে
বংশী বাজায় কে রে সখী
বংশী বাজায় কে
আমার মাথার বেনী বদল দেব
তারে আইনা দে
আমার মাথার বেনী বদল দেব
তারে আইনা দে
প্রাণ সখিরে
ঐ শোন কদম্ব তলে বংশী বাজায় কে
প্রাণ সখিরে
ঐ শোন কদম্ব তলে বংশী বাজায় কে
প্রাণ সখিরে
ঐ শোন কদম্ব তলে বংশী বাজায় কে
বংশী বাজায় কে রে সখী
বংশী বাজায় কে
আমার মাথার বেনী বদল দেব
তারে আইনা দে
আমার মাথার বেনী বদল দেব
তারে আইনা দে
প্রাণ সখিরে
ঐ শোন কদম্ব তলে বংশী বাজায় কে
প্রাণ সখিরে
ঐ শোন কদম্ব তলে বংশী বাজায় কে
প্রাণ সখিরে
ঐ শোন কদম্ব তলে বংশী বাজায় কে
যে পথ দিয়ে বাজায় বাঁশি
যে পথ দিয়ে যায়
সোনার নুপূর পরে পায়
যে পথ দিয়ে বাজায় বাঁশি
যে পথ দিয়ে যায়
সোনার নুপূর পরে পায়
আমার নাকের নোলক খুইলা দেব
সেই না পথের গায়
আমার গলার হার গড়িয়ে দেব
সেই না পথের গায়
যদি হার জড়িয়ে পড়ে পায় যায়
প্রাণ সখিরে
ঐ শোন কদম্ব তলে বংশী বাজায় কে
প্রাণ সখিরে
ঐ শোন কদম্ব তলে বংশী বাজায় কে
টরোলা বাঁশের ও বাঁশি ছিদ্র গোটা ছয়
বাঁশি কত কথা কয়
টরোলা বাঁশের ও বাঁশি ছিদ্র গোটা ছয়
বাঁশি কত কথা কয়
নাম ধরিয়া বাজায় বাঁশি
রহনও না যায়
ঘরে রহনও না যায়….
প্রাণ সখিরে
ঐ শোন কদম্ব তলে বংশী বাজায় কে
প্রাণ সখিরে
ঐ শোন কদম্ব তলে বংশী বাজায় কে
বংশী বাজায় কে রে সখী
বংশী বাজায় কে
আমার মাথার বেনী বদল দেব
তারে আইনা দে
আমার মাথার বেনী বদল দেব
তারে আইনা দে
প্রাণ সখিরে
ঐ শোন কদম্ব তলে বংশী বাজায় কে
প্রাণ সখিরে
ঐ শোন কদম্ব তলে বংশী বাজায় কে
প্রাণ সখিরে
ঐ শোন কদম্ব তলে বংশী বাজায় কে
প্রাণ সখিরে
ঐ শোন কদম্ব তলে বংশী বাজায় কে
Also, Read: Rona Ser Ma Lyrics – Gujarati Folk song