O Amar Dorodi Lyrics – Mala

By | May 6, 2021

This Bangla song composed by Faizan Khan Chintu.This Bengali song Video edited by Imratul Islam and Color grading by Shamim Hossain. O Amar Dorodi Lyrics Produced by Kachi Ahmed and Directed by Eagle Team.

O Amar Dorodi Song Lyrics In Bengali

ও আমার দরদী আগে জানলে
আগে জানলে তোর ভাঙ্গা নৌকায় চড়তামনা
ও আমার দরদী আগে জানলে
আগে জানলে তোর ভাঙ্গা নৌকায় চড়তামনা
ভাঙ্গা নৌকায় চড়তামনা
আর দুরের পাড়ি ধরতামনা
ওরে নবল এক বানিজ্যের বেশাদ
এক নায়ে বোঝাই করতাম না
আগে জানলে আগে জানলে তোর
ভাঙ্গা নৌকায় চড়তামনা
ও আমার দরদী আগে জানলে
আগে জানলে তোর ভাঙ্গা নৌকায় চড়তামনা

ছিল সোনার দার পবনের বৈঠা
ময়ুর পঙ্খী নাও খানা
ওরে চন্দ্র সুরুজ গলই ভরি
ফুল ছড়াতো জোছনা
চন্দ্র সুরুজ গলই ভরি
ফুল ছড়াতো জোছনা
আগে জানলে আগে জানলে তোর
ভাঙ্গা নৌকায় চড়তামনা
ও আমার দরদী আগে জানলে
আগে জানলে তোর ভাঙ্গা নৌকায় চড়তামনা

সং সং সং সং দরিয়াতে উঠে ঢেউ
এই তুফানেতে কেউ গাং পাড়ি দিও না
ওরে বিষম দইরার পানি দেইখা
ভয়েতে প্রাণ বাঁচেনা
বিষম দইরার পানি দেইখা
ভয়েতে প্রাণ বাঁচেনা
আগে জানলে আগে জানলে তোর
ভাঙ্গা নৌকায় চড়তামনা
ও আমার দরদী আগে জানলে
আগে জানলে তোর ভাঙ্গা নৌকায় চড়তামনা

লবঙ্গ লতিকার দেশে যাবার ছিল বাসনা
ওরে মাঝ দরিয়ায় নাও ডুবিলো
উপায় কি তার বলো না
মাঝ দরিয়ায় নাও ডুবিলো
উপায় কি তার বলো না
আগে জানলে আগে জানলে তোর
ভাঙ্গা নৌকায় চড়তামনা
ও আমার দরদী আগে জানলে
আগে জানলে তোর ভাঙ্গা নৌকায় চড়তামনা

কল কল ছল ছল করে জল টলমল
আগে চল আগে চল নাই বল তবু চল
ওরে মাঝি তুই কেন হলি আজ বিমনা
সামনে নাচে বিজলী লয়ে কন্যা সোনার বরনা
সামনে নাচে বিজলী লয়ে কন্যা সোনার বরনা
আগে জানলে আগে জানলে তোর
ভাঙ্গা নৌকায় চড়তামনা
ও আমার দরদী আগে জানলে
আগে জানলে তোর ভাঙ্গা নৌকায় চড়তামনা
ভাঙ্গা নৌকায় চড়তামনা

Also, Read: Mehandi Rang Laagi Lyrics – Rajasthani Folk Song

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *