Bondhu Bine Pran Bache Song Lyrics in Bengali

By | May 31, 2021

Bondhu Bine Pran Bache song had sung by Tanmay Kar and Friends. This song lyrics had penned by Radharaman Dutta. Music had scored by Radharaman Dutta. The song video editing had done by Eddie.

Bondhu Bine Pran Bache Song Lyrics in Bengali

বন্ধু বিনে নাইযে গতি
কিবা দিবা কিবা রাতি,
জ্বলছে আগুন আর তো নিভে না
জ্বলছে আগুন আর তো নিভে না,
এগো জ্বলছে আগুন আর তো নিভে না
এগো জ্বলছে আগুন আর তো নিভে না,
না না না ও বন্ধু বিনে প্রাণ বাঁচে না
আমি রবনা রবনা গৃহে
বন্ধু বিনে প্রাণ বাঁচে না,
এগো বন্ধু বিনে প্রাণ বাঁচে না
এগো বন্ধু বিনে প্রাণ বাঁচে না,
না না না ও বন্ধু বিনে প্রাণ বাঁচে না
আমি রবনা রবনা গৃহে, রবনা রবনা গৃহে
বন্ধু বিনে প্রাণ বাঁচে না।।

এমন সুন্দর পাখি
হৃদয়ে হৃদয়ে রাখি,
এমন সুন্দর পাখি
হৃদয়ে হৃদয়ে রাখি,
ছুটলে পাখি ধরা দিবে না
ছুটলে পাখি ধরা দিবে না,
এগো ছুটলে পাখি ধরা দিবে না
এগো ছুটলে পাখি ধরা দিবে না,
না না না ও বন্ধু বিনে প্রাণ বাঁচে না
আমি রবনা রবনা গৃহে, রবনা রবনা গৃহে
বন্ধু বিনে প্রাণ বাঁচে না।।

ঘরে আছে কুলবধূ
হস্তে লইয়া স্বরমধু,
ঘরে আছে কুলবধূ
হস্তে লইয়া স্বরমধু,
কী মধু খাওয়াইল জানি না
কী মধু খাওয়াইল জানি না,
এগো কী মধু খাওয়াইল জানি না
এগো কী মধু খাওয়াইল জানি না,
না না না ও বন্ধু বিনে প্রাণ বাঁচে না
আমি রবনা রবনা গৃহে, রবনা রবনা গৃহে
বন্ধু বিনে প্রাণ বাঁচে না।।

ভাইবে রাধারমণ বলে
প্রেমানলে অঙ্গ জ্বলে,
ভাইবে রাধারমণ বলে
প্রেমানলে অঙ্গ জ্বলে,
জ্বলছে আগুন আর তো নিভে না
জ্বলছে আগুন আর তো নিভে না,
এগো জ্বলছে আগুন আর তো নিভে না
এগো জ্বলছে আগুন আর তো নিভে না,
না না না ও বন্ধু বিনে প্রাণ বাঁচে না
আমি রবনা রবনা গৃহে
বন্ধু বিনে প্রাণ বাঁচে না,
এগো বন্ধু বিনে প্রাণ বাঁচে না
এগো বন্ধু বিনে প্রাণ বাঁচে না,
না না না ও বন্ধু বিনে প্রাণ বাঁচে না
আমি রবনা রবনা গৃহে, রবনা রবনা গৃহে
বন্ধু বিনে প্রাণ বাঁচে না।।

Also, Read: Jalalo Bilalo Lyrics – Rajasthani Folk Song

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *