Golemale Pirit Koro Na song lyrics in Bengali Folk songs. The song lyrics are penned by Traditional Bangla Folk and sung by Arkadeep Mishra. It was the one of famous Bengali folk songs and reached many hearts with these amazing lyrics. The song reaches up to 2.5million views on YouTube and also got good feedback from the viewers. Below we are providing video songs also so watch and enjoy the song.
If you can learn about cooking knowledge, this redstarrecipe.com site is built with beginners in mind. Each recipe has detailed instructions that include photos and built-in timers for each step. Other features include meal planners and ingredients lists.
Golemale Pirit Koro Na Song Lyrics in Bengali
গোলেমালে গোলেমালে পিরিত করো না
গোলেমালে গোলেমালে পিরিত করো না
ও আমার পিরিতি কাঁঠালের আঠা
ও রে পিরিতি কাঁঠালের আঠা
ও আঠা লাগলে পরে ছাড়বে না
গোলেমালে গোলেমালে পিরিত করো না
এক পিরিতে শিব শ্মশানবাসী
আর এক পিরিতে গোরা হোলো
নদের নিমাই সন্যাসী
ও যে গীতগোবিন্দ পদ্মাবতী
ও দেখ গীতগোবিন্দ পদ্মাবতী
এরাই কেবল কয়জনা
গোলেমালে গোলেমালে পিরিত করো না
পিরিতির রীতি জানো না?
পিরিতির রীতি জানো না?
করলে পিরিত হয় বিপরীত
পরে ঘটবে যন্ত্রনা
ওই যেমন ছিটে গুড় এ পিঁপড়ে পড়লে
ওই যেমন ছিটে গুড় এ পিঁপড়ে পড়লে
ও পিঁপড়ে লড়তে চড়তে পারে না!
ও পিঁপড়ে লড়তে চড়তে পারে না!
গোলেমালে গোলেমালে পিরিত করো না
ও একজন ব্রাহ্মণের ছেলে
ও সে তো এমনি খিটকেলে
পিরিত করে ধোবার মেয়ের পা ধুয়ে খেলে
ও ভাই পা ধুয়ে খেলে
পিরিতির জাতির বিচার
পিরিতির জাতির বিচার করতে গেলে
ভাইরে ভাই মিলবে না চাঁদের কোনা
ভাইরে ভাই মিলবে না চাঁদের কোনা
গোলেমালে গোলেমালে পিরিত করো না
গোলেমালে গোলেমালে পিরিত করো না
ও রে পিরিতি কাঁঠালের আঠা
ও আঠা লাগলে পরে ছাড়বে না
ও আঠা লাগলে পরে ছাড়বে না
গোলেমালে গোলেমালে পিরিত করো না
গোলেমালে গোলেমালে পিরিত করো না
Also Read: O Piya Re Song Lyrics in Bengali Folk Songs