Jeno Bhalobasha Hoy Song Lyrics – Bengali Folk Songs

By | November 1, 2021

Jeno Bhalobasha Hoy Song Is Sung by Ankita Bhattacharyya Song. Starring: Mukul Kumar Jana, Ankita Bhattacharyya, And Antara Sheet. Likhte Parina Kobita Tomay Niye Lyrics In Bengali Written by Saswati Bhattacharyya. Music Arrangement is done by Suvajit Ray and Direction by Gaurav Gupta Cinematography provided by Shibham Paul.

Jeno Bhalobasha Hoy Song Lyrics In Bengali

লিখতে পারিনা কবিতা
তোমায় নিয়ে, নিজের মতো
কী করি উপায়।
গাইতে পারিনা আমি গান
তোমায় নিয়ে, নিজের মতো
কী করি উপায়।

তা বলে ভেবোনা কখনো আমি
ভালোবাসিনি তোমায়,
অনেক না বলা কথা কখনো
জেনো ভালোবাসা হয়।

লিখতে পারিনা কবিতা
তোমায় নিয়ে, নিজের মতো
কী করি উপায়।
গাইতে পারিনা আমি গান
তোমায় নিয়ে, নিজের মতো
কী করি উপায়।।

তোমায় নিয়ে দিন রাতে
মন শুধু ভেবে ভেবে যায়,
সামনে এলে তোমায় দেখে
সবকিছু যেন ভুলে যায়।

তাই বলতে পারিনা ভালোবাসি
তোমায় আমি অনেকখানি,
কী করি উপায়।

তা বলে ভেবোনা কখনো আমি
ভালোবাসিনি তোমায়,
অনেক না বলা কথা কখনো
জেনো ভালোবাসা হয়।

আমার এ মন
ঘুড়ি হয়ে হয়ে উড়ে,
দূরে দূরে চলে যায়।
তোমার কাছে ভোকাট্টা হয়ে
সুতো ছিঁড়ে পড়ে যায়।

বলতে পারিনা কখনো
উড়ে চলো আমার সাথে
কী করি উপায়।

তা বলে ভেবোনা কখনো আমি
ভালোবাসিনি তোমায়,
অনেক না বলা কথা কখনো
জেনো ভালোবাসা হয়,
জেনো ভালোবাসা হয় …

Also Read: Jivi Le Song Lyrics in Gujarathi folk Songs

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *