Shundori Komola Song Lyrics is Sung by Usri Banerjee And Aditi Singh Sharma. Additional parts were Produced And Re Composed by Ram Sampath. Bhalo Koira Bajao Go Dotara Sundori Komola Nache Lyrics In Bengali. English Lyrics Written by Ram Sampath.
Shundori Komola Song Lyrics In Bengali
লাল শাড়ি লাল টিপ
লিপস্টিক ডিপ ডিপ
হাবুডুবু খাচ্ছে সবার মনের ইমোশন
বেড়ে গেলো টেনশন, বড়ো সেনসেশন
পুরো পাড়া দিয়ে যাবে মনের বিসর্জন
কোমর দোলে ওই ঢাকের তালে
পুজোর এই আড্ডা আসর
নাচে গানে জমে যাবে।
ভালো কইরা,
ভালো কইরা বাজাও গো ঢাকুয়া
সুন্দরী কমলা নাচে
আরে ভালো কইরা বাজাও গো ঢাকুয়া
সুন্দরী কমলা নাচে।
কাজল টানা বেপরোয়া হাঁসি
লাগছে না যে আজ মন্দ
হাল্কা হাল্কা দুনুচির ধোঁয়ায়
বাতাসে প্রেমের গন্ধ।
হা, কোমর দোলে ওই ঢাকের তালে
পুজোর এই আড্ডা আসর
নাচে গানে জমে যাবে।
ভালো কইরা,
ভালো কইরা বাজাও গো ঢাকুয়া
সুন্দরী কমলা নাচে
আরে ভালো কইরা বাজাও গো ঢাকুয়া
সুন্দরী কমলা নাচে।
একঝলকে চিনে ফেলেছি
তুমি আমার সেই স্বপ্ন
কথা দিলাম আমি জীবনভর
থাকবো তোমারি জন্য।
হা, কোমর দোলে ওই ঢাকের তালে
পুজোর এই আড্ডা আসর
নাচে গানে জমে যাবে।
ভালো কইরা,
ভালো কইরা বাজাও গো ঢাকুয়া
সুন্দরী কমলা নাচে
আরে ভালো কইরা বাজাও গো ঢাকুয়া
সুন্দরী কমলা নাচে।
বলো দূর্গা মাইকী, জয় ..
Aslo Read: Kon Gopone Song Lyrics in Bengali folk Songs