Komolay Nritto Kore Song Lyrics – Bengali Folk Songs

By | November 3, 2021

Komolay Nritto Kore Bengali Song Lyrics. Komolay Nritto Kore is sung by Ankita Bhattacharyya. Music Composed by Atishay Jain. This song has lyrics by Traditional. The song ‘Komolay Nritto Kore’ has been published on the Ankita Bhattacharyya Youtube channel. I hope so Would love to hear the song.

Komolay Nritto Kore Song Lyrics in Bengali

তোমরা দেখ গো আসিয়া
কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া,
তোমরা দেখ গো আসিয়া
কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া,
এগো কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া
এগো কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া রে,
কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া হায় রে
কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া,
তোমরা দেখ গো আসিয়া
কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া।।

পাড়া-পড়শী যত নারী
আইলা সবে সারি সারি,
পাড়া-পড়শী যত নারী
আইলা সবে সারি সারি,
এগো সোহাগ ও চন্দন দিলাম
ছিটাইয়া ছিটাইয়া,
এগো সোহাগ ও চন্দন দিলাম
ছিটাইয়া ছিটাইয়া রে,
কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া হায় রে
কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া,
তোমরা দেখ গো আসিয়া
কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া।।

কমলার নৃত্য মাঝে কত রঙের বাদ্য বাজে
কমলার নৃত্য মাঝে কত রঙের বাদ্য বাজে,
এগো ধন্য ধন্য কইলো সবে নাচন দেখিয়া
এগো ধন্য ধন্য কইলো সবে নাচন দেখিয়া রে,
কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া হায় রে
কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া,
তোমরা দেখো গো আসিয়া
কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া।।

আরে নাচে কমলা সুন্দরি
দেখ যেন ইন্দ্রপুরী গো,
আরে নাচে কমলা সুন্দরি
দেখ যেন ইন্দ্রপুরী গো,
এগো কিভাবে বা নাচে দেখো সরমে মরিয়া
এগো কিভাবে বা নাচে দেখো সরমে মরিয়া রে,Komolay Nritto Kore Song Lyrics – Bengali Folk Songs
কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া হায় রে
কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া,
তোমরা দেখো গো আসিয়া
কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া,
এ গো কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া
এ গো কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া রে,
কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া হায় রে
কমলায় নৃত্য করে থমকিয়া থমকিয়া ..

Also Read: Aye Dekhe Jaa Song Lyrics in Bengali Folk Songs

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *